Header Ads

Header ADS

Local SEO কি? কিভাবে আয় করা যায়?



আপনি যখন কনো কিছু গুগল এ সার্চ করেন তখন গুগল আপনাকে ১০ টি Result দিবে। প্রায় ৭০ ভাগ মানুষ প্রথম ৩ টি রেজাল্ট এই বেশি যায় আর বাকিরা অন্য গুলাতে যায়। এখন আপনি যদি খেয়াল করেন আপনি যখন কনো কিছু গুগল এ সার্চ করেন তাহলে গুগল আপনাকে লাখ লাখ রেজাল্ট দিবে এর মধ্যে যারা গুগল এর প্রথম পেজ এ যারা থাকে তারাই ট্রাফিক পায়। কিন্তু বাকি যে আরো লাখ লাখ ওয়েবসাইট থাকে তারা কিন্তু ভিজিটর পায় না

 এর জন্য যে কন কম্পানি চাইবে তাদের ওয়েবসাইটি যেন গুগল এর প্রথম পেজ এ থাকে কারণ তাহলে তারা ভিজিটর পাবে তাদের লাভ হবে। আর সে যদি ২য় বা ৩য় পেজ এ থাকে তাহলে তার কাস্টমার পায়ার সম্ভাবনা কমে যায়। এর এই খানেই লোকাল এসইও এর বেপার টা চলে আসে। লোকাল এসইও মানে হল আমি লোকাল বিভিন্ন কম্পানির কাছে যাবো আর আমি যেহেতু এসইও জানি তাই তাদের বলবো আমি তোমার কম্পানির ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজ এ নিয়ে আসবো বিভিন্ন সার্চ টার্ম এর জন্য

আর এই যে যে ওয়েবসাইটকে প্রথম পেজ এ আনলাম এর জন্য তুমি আমাকে নিদিষ্ট পরিমাণ টাকা দিবে
 আর এটাকেই আমরা বলি লোকাল এসইও। এসইও অনলাইনের একটা বড় ইন্ডাস্ট্রি। লোকাল এসইও তে আমরা শুধু যাদের লোকাল বিজনেস আছে তাদের টার্গেট করি


For Example- ধরুন Tatu shop in california এই কিওয়ার্ডটির  সার্চ ভলিউম মাসে ১০০০। এখন এই কিওয়ার্ডটির উপর বাকি যে লাখ লাখ ওয়েবসাইট গুগলের ২য় পেজ এ থাকবে তাদের যে কোন একটার কাছে যান এবং তাদের বলেন যে দেখ এই কিওয়ার্ডটি লিখে প্রতি মাসে ১০০০ জন সার্চ করে  এখন তোমার ওয়েবসাইটটি যদি আমি এই কিওয়ার্ডটির জন্য গুগলের প্রথমে আনতে পারি তাহলে তোমার ১০০০ ট্রাফিক এর মধ্যে যদি তুমি ২০০ যন কাস্টমার পাও তাহলে মাসে ২৫০০০ থেকে ৩০০০০ হাজার ডলার আয় হবে

 আর এর জন্য আমি তোমাকে যে এসইও করে দিবো এর জন্য তুমি আমাকে মাসে ৩০০০ ডলার দিবে। এবং বেশির ভাগ কম্পানিই রাজি হয়ে যায়। লোকাল এসইও খুবিই  Establish একটা Industry.বিভিন্ন এসইও এক্সপার্টরা লোকাল এসইও এর কাজ করে থাকে


কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করবেন বা কোন সিটি কে টার্গেট করবেন?

লোকাল এসইও এর কাজ শুরু করার আগে আপনাকে দুইটা জিনিস খুব ভালো ভাবে মাথায় রাখতে হবে। প্রথম জিনিস টা হল কোন ইন্ডাস্ট্রিকে আমরা টার্গেট করবো আর ২য় জিনিস টি হল কোন জায়গা কে আমরা টার্গেট করবো। মনে রাখবেন জায়গা টা কোন বড় শহর হবে না হবে কোন ছোটো কোন জায়গা। যেমন কখনো ঢাকা হবে না হবে ধানমন্ডি বা মিরপুর এরকম। প্রায় সব লোকাল এসইও এক্সপার্টরা হয় নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি গুলাকে টার্গেট করে

 কারণ ধরেন বাংলাদেশে যদি কেউ চুল কাটতে চায় তাহলে কেউ কিন্তু গুগলে সার্চ করে না। কিন্তু নর্থ আমেরিকা বা ইউরোপ এ কেউ যদি চুল কাটতে চায় তারা কিন্তু গুগলে এ সার্চ করে। আশা করি বেপারটা বুঝতে পেরেছেন

SEO কি? কেন এসইও করবো? কিভাবে এসইও করবো? কি কি শিখতে হবে?
জানতে এখানে ক্লিক করুন







1 comment:

Powered by Blogger.