Header Ads

Header ADS

One page seo কি? কিভাবে করবো?কি কি শিখতে হবে? A টু Z




আমরা সবাই জানি এসইও দুই প্রকার। One page seo এবং Off page seo.One page seo আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজ এ আনতে অনেক বড় ভূমিকা পালন করে। অন পেজ এসইও হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবপেজ বা ব্লগ পেজকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তুলতে পারি। শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি গুগল প্রতিদিন গড়ে ২ টা রাঙ্কিং ফ্যাক্টর Change করে থাকে। তাই আজকে যেটা রাঙ্কিং ফ্যাক্টর ১ বছর বা ২ বছর পরে সেটা রাঙ্কিং ফ্যাক্টর নাও হতে পারে। চলুন শুরু করা যাক

Keyword Research

মনে রাখবেন এসইও শুরু হয় কিওয়ার্ড রিসার্চ থেকে। এর জন্য আপনাকে প্রথমেই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এর জন্য আপনাকে  কিওয়ার্ড রিসার্চ করে একটা টার্গেটেড Keyword বের করতে হবে। যেই কিওয়ার্ড এর উপর ভিত্তি করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে Rank করতে চান। এই কিওয়ার্ড রিসার্চ এর উপর নির্ভর করে আপনার ওয়েবসাইট গুগলে Rank করতে কতটা সহজ হবে নাকি কঠিন হবে। আপনার অবশ্যই একটা টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে তা না হলে আপনি কি নিয়ে রাঙ্ক করবেন গুগলে

Title Tag

ধরুন আপনার কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড পেয়ে গিয়েছেন। এর পরে আপনাকে যে কজ টি করতে হবে সেটি হল আপনি যখন আপনার ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট করবেন সেটির অবশ্যই একটা টিইটেল থাকবে। এবং সেই টিইটেল এর শুরুতে আপনাকে আপনার কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। উদাহরণ সরূপ ধরলাম আপনার টার্গেটেড কিওয়ার্ড হল What Is SEO. তাহলে আপনাকে এই কিওয়ার্ডটি টিটেল এর শুরুতে ব্যবহার করতে হবে





SEO- Friendly URLS

ধরুন আপনার টার্গেটেড কিওয়ার্ডটি হল SEO tools. তাহলে আপনাকে আপনার কিওয়ার্ডটি URL এ ব্যবহার করতে হবে। এর সবসময় চেষ্টা করবেন ছোট URL ব্যবহার করবেন। কারন বড় URL গুগলকে কনফিউশন এ ফেলে দেয়। মানে URL দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন





Meta Description




Meta Description কে যদিও গুগল বর্তমানে রাঙ্কিংয়ের ফ্যাক্টর হিসেবে Directly ধরে না কিন্তু  Indirectly সাহায্য করবে। কারণ এটা আপনার CTR Increase করবে । আর আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার মেইন কিওয়ার্ড Meta Description এ ব্যবহার করবেন। এর এখানে আপনি 160 Character ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করলে সেটা সার্চ ইঞ্জিন এ দেখাবে না।

Use H1 Tag

আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার মেইন কিওয়ার্ডটি H1 tag এর মধ্যে ব্যবহার করবেন

Add Keywords In The Beginning of Your Post
আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার মেইন কিওয়ার্ডটি পোস্টের 100 words এর মধ্যে ব্যবহার করবেন। 


H2 And H3 Tag

আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আমাদের ওয়েবপেজ এ H2 and H3 Tag ব্যবহার করবো। এবং আমাদের টারগেটেড কিওয়ার্ড ব্যবহার করবো

Use Multimedia In Blog Post 

আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ব্লগ পোস্ট এ মাল্টিমিডিয়া ব্যবহার করবেন। এখানে মাল্টিমিডিয়া বলতে বোঝানো হচ্ছে ( Image,Video,Slide)

Use Social Share Button

আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ওয়েবসাইট এ Social Share Button ব্যবহার করবেন। এটা আপনাকে আপনার ওয়েবসাইটএ ভিজিটর বাড়াতে সাহায্য করবে। এবং এটা আন পেজ এসইও এর জন্য খুবিই দরকারি

এছাড়াও আপনাকে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে আন পেজ এসইও এর জন্য সেগুলো হল-

Outbound Link
Use LSI Keywords
Bounce Rate
Dwell Time
Internal Links
Image Optimization
Long Content
Click Through Rate(CTR)

SEO কি? কেন এসইও করবো? কিভাবে এসইও করবো? কি কি শিখতে হবে?

জানতে এখানে ক্লিক করেন





4 comments:

  1. Wow! You shared valuable information. Keep it up.
    Mahin IT Limited has been successfully operating its IT activities throughout Bangladesh over the past 3 years. It offers career and skill development courses. Digital Marketing is one of them.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Greetings!
    Very helpful advice within this article!
    It is the little changes that will make the most significant changes.Such an amazing post.
    Thanks a lot for sharing!
    Dollar buy sell

    ReplyDelete
  4. Onk vlo lagsa article ta 😍 thanks bro

    ReplyDelete

Powered by Blogger.