Header Ads

Header ADS

সাজেক ভ্যালী কি? সাজেক ভ্যালী কোথায়? কিভাবে যাবেন?



সাজেক ভ্যালী

সাজেক ভ্যালী হল বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন। আর এই ইউনিয়নটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন বলা হয়। আর এই সাজেককে বলা হয় রাঙ্গামাটির ছাদ বলা হয়। কারণ সাজেক এর উচ্চতা সুমদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফিট উপরে। এই এলাকায় একটা নদী আছে যার কারণেই সাজেক এর নাম করা হয় সাজেক ভ্যালী। তাছাড়া এই নদী টাকে বাংলাদেশের আর ইন্ডিয়া এর বর্ডার হিসেবে ধরা হয়। ইন্ডিয়া এর মিজোরাম এলাকাকে ভাগ করেছে এই নদীটাই

সাজেকে আমরা যাব কিভাবে?

সাজেকে যাওয়ার জন্য আমরা সাধারণত খাগড়াছড়ি হয়ে যাই তার করন হল রাঙ্গামাটি শহর থেকে সাজেক ভ্যালীর দূরত্ব হল ৯৫ কিলোমিটার আর খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালীর দূরত্ব হল মাত্র ৬৭ কিলোমিটার আর এই কারণেই সবাই রাঙ্গামাটি না হয়ে খাগড়াছড়ি হয়ে সাজেকে যায়। তাছাড়া খাগড়াছড়ির রাস্তা ও যাতায়াত করার জন্য খুবই ভাল এবং যায়ার সময় আপনি আশেপাশের পরিবেশ উপভোগ করতে পারবেন



ঢাকা থেকে কিভাবে যাবেন খাগড়াছড়ি? 

ঢাকা থেকে যাওয়ার জন্য আপনারা অনেক গুলো পরিবহন পাবেন। আপনারা সেন্ট মারটিন পরিবহন পাবেন তাছাড়া রয়েছে হানিফ, শ্যামলি, আরো অনেক গুলো পরিবহন আছে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের পরিবহনটি বেছে নিতে পারেন। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি এসি বাসে যাবেন অথবা নন এসি বাসে যাবেন। যদি আপনি এসি বাসে যান তাহলে ভাড়া পরবে ৫০০ টাকার মতো আর আপনি যদি এসি বাস এ যান তাহলে সেখানে আবার বিভিন্ন লেভেলের বাস আছে

 সেগুলোর ভাড়া পরবে ৯০০ টাকা বা ১০০০ টাকা বা ১১০০ টাকা। তবে ১১০০ টাকার উপরে ভাড়া হবেনা যদিও আপনি একবারে হাই লেভেলের বাসেও যান। বাসের প্রতিটা সারিতে ৩ টা করে ছিট থাকে এবং টোটাল সম্ভবত ২৮ টা করে ছিট থাকে একটা গাড়িতে। তো এইটা হল আমাদের হায়েস্ট কস্ট যে আমরা ১১০০ টাকায় আমরা খুব ভাল মানের একটা বাসে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে পারবো



খাগড়াছড়ি যেয়ে তারপর কি করবেন?

খাগড়াছড়ির প্রান কেন্দ্র হল শাপলা চত্বর। সেখানে চান্দের গাড়ি তে করে আপনারা সেজেক ভ্যালীর উদ্দেশ্যে রওনা দিবেন। তারপর চান্দের গাড়িতে করে আপনারা প্রথম বাঘাইহাট যাবেন। বাঘাইহাট হল খাগড়াছড়ি থেকে ৩৫ কিলেমিটার দূরে। এবং সেখানে যেতে দেড় ঘণ্টার মত সময় লাগবে। এবং বাঘাইহাট এ আপনাদের বেলা সাড়ে ৩ টা এর মধ্যে পৌঁছাতে হবে

 এই সাড়ে ৩ টা এর মধ্যে যতো গুলা গাড়ি বাঘাইহাটে পৌঁছাবে সেই গাড়ি গুলা আর্মিরা সাথে করে নিয়ে সাজেক এ যাবে। আবার বাঘাইহাট থেকে ৩৫ কিলোমিটার গেলেই আপনারা সাজেকে পৌঁছাবেন খাগড়াছড়ি থেকে বাঘাইহাট এর দূরত্ব ৩৫ কিলোমিটার আর বাঘাইহাট থেকে সাজেক ভ্যালীর দূরত্ব হল ৩৫ কিলোমিটার অর্থাৎ মোট ৭০ কিলোমিটার। আর এই ৭০ কিলোমিটার যাত্রা করতে আপনার মোট সময় লাগবে ৩ ঘণ্টার মতো


চান্দের গাড়ি কিভাবে পাবেন?

চান্দের গাড়ি আপনাকে যে ভাবে ভাড়া করতে হবে সেটা হল আপনি খাগড়াছড়ি থেকে আপনি সাজেক যাবেন এবং সেখান থেকে খাগড়াছড়ি ফিরবেন এই টোটাল টাইমের জন্য আপনাকে চান্দের গাড়ি ভাড়া করতে হবে। চান্দের গাড়ি আপনি পুরাটা ভাড়াও করতে পারেন আবার শেয়ার করেও ভাড়া করতে পারেন
ধরুন আপনি সাজেক এ দুই রাত থাকবেন তাহলে ওই দুই রাতের জন্যই আপনাকে চান্দের গাড়ি ভাড়া করতে হবে। চান্দের গাড়িতে টোটাল ১০ জন বা ১২ জন এর মতো ধরবে

 চান্দের গাড়িতে ১০ জন গেলেও যে ভাড়া দিতে হবে ৫ জন গেলেও সেই একি ভাড়া দিতে হবে। অনেকেই অনেক ভাবে সজেকে থাকার চিন্তা করে কেউ হয়তো বা ১ দিন থাকার চিন্তা করে আবার কেউ হয়তো বা ২ দিন আপনি যদি ১ দিন থাকতে চান তাহলে আপনাকে পে করতে হবে ৫৪০০ টাকা। অর্থাৎ আপনি ১ জন গেলেও যে টাকা ১০ জন গেলেও সেই টাকা। আবার আপনি যদি ২ রাত থাকতে চান তাহলে ১১৫০০থেকে ১৩০০০ টাকা লাগবে

 আমি আবারো বলছি ১ জন গেলেও যে টাকা ১০ জন গেলেও সেই একই টাকা। আবার সাজেকে আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো ধুকতে পারবেন না সাজেকে যাওয়ার জন্য দিনে ২ টা সময় আছে আর এই দুইটা সময় করেছে বাংলাদেশ আর্মি। আর সেই সময় দুটো হল সকাল সাড়ে ১০ টা এবং বেলা সাড়ে ৩ টা। আর সেই সময়টা কাউন্ট হয় বাঘাইহাট এলাকা থেকে

সাজেকে পৌঁছানোর পর কি করবেন?

সাজেকে পৌঁছানোর পর আপনাকে কোথাও না কোথাও তো থাকতে হবে এই থাকার ব্যবস্থা কেউ কেউ ঢাকা থেকেই করে যায়। অর্থাৎ আপনি ফোনের মাধ্যমে আপনি রিসোর্ট কনফার্ম করতে পারেন বা সেখানে যেয়েও করতে পারেন। আর রিসোর্ট টাইপের কথা যদি বলি আর্মিদের আর পাবলিক এর রিসোর্ট আছে। পাবলিকের রিসোর্ট গুলো সাধারণত কুড়ে ঘরের মতো হয়ে থাকে। সেই ঘরের বারান্দা থেকে দেখবেন হয়তো মেঘ জমে আছে। অর্থাৎ আপনি খুব কাছের থেকে মেঘ গুলো দেখতে পাবেন

রিসোর্ট এর ভাড়া কতো?

দেড় হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকার মধ্যে রিসোর্ট পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যেই বেশির ভাগ রিসোর্ট পাওয়া যায় এবং সেগুলো খুব ভাল মানের  



No comments

Powered by Blogger.