Header Ads

Header ADS

SEO কি? SEO কেন করবো? লাভ কি SEO করে?



SEO কি?

SEO- Search Engine Optimization.অর্থাৎ সহজ ভাবে বলতে গেলে ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি সেটিকে গুগলের প্রথম পেজ এ আনতে চাচ্ছেন এর জন্য আপনাকে এসইও জানতে হবে। তাহলে চলুন এসইও নিয়ে বিস্তারিত জানা যাক। দিন দিন অনলাইনএ এসইও এর চাহিদা বেড়েই চলেছে।অনলাইন মার্কেটিং এর একটা বড় অংশ হল এসইও। এসইও এমনই একটা টপিক যেটা কিছু দিন শেখার পরে অনেকেই মনে করে এটাতো আমি পারি। কিন্তু আপনি যদি আসলেই এসইও পারেন তাহলে আপনি কমপক্ষে ২০০০ থেকে ৩৫০০ সার্চ ভলিউম কিওয়ার্ড যদি আপনি RANK এ আনতে পারেন তাহলে আপনি ধরেনিতে পারেন আপনি একজন এসইও এক্সপার্ট। যার ফলে আপনিই নিজেই আপনার ওয়েবসাইট এ এসইও করতে পারেন। তাছাড়া এসইও শিখে আপনি লোকাল  ভাবে ও জব করতে পারেন। এবং বিভিন্ন Marketplace এ কাজ করতে পারেন

SEO  কেন করবো? এসইও শিখে লাভ কি?

ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে । এখন এই ওয়েবসাইট বানানোর উপর আপনার নিশ্চিত একটা উদ্দেশ্য আছে হোক সেটা Google Adsense ,Affiliate Marketing, Ecommerce আপনি যেটাকেই টার্গেট করেন না কেন প্রথমত আপনার দরকার ট্রাফিক আর এই ট্রাফিক আপনি গুগলকে টাকা দিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি চান আপনি ফ্রী তে আপনার ওয়েবসাইট এ ট্রাফিক আনবেন তাহলে আপনাকে এসইও শিখতে হবে। আপনি যদি অনলাইন এ আয়ের জন্য এসইও শিখতে চান তাহলে শেখার মতো করে শিখুন। কারণ আপনি যে টপিক এর উপর ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সেই টপিক এর উপর আরও লাখ লাখ ওয়েবসাইট থাকতে পারে এর জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটকে প্রথম এ আনতে চান তাহলে আপনাকে শেখার মতো করে এসইও শিখতে হবে। বর্তমানে লাখ লাখ এসইও এক্সপার্ট যারা লোকাল ভাবে কাজ করে  ও বিভিন্ন Marketplace এ কাজ করে লাখ লাখ টাকা আয় করছে

 SEO কিভাবে শিখবো? কি কি শিখবো?

এসইও কে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হল

1. One Page SEO
2.Off Page SEO

অন পেজ এসইও হল আপনার ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্টকে আপনি যে কিওয়ার্ড এর উপর Rank করাতে চান সেই Keyword এর উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট এর Title,Description,Meta Description বিভিন্ন বিষয়কে Optimize করা। আর অফ পেজ এসইও হল
সরাসরি Search Engine এর সাথে সম্পর্কিত না। অর্থাৎ আপনার ওয়েবসাইট এর যে পেজ টি ভিজিটররা দেখে তার সাথে Search Engine রিলেটেড না এরকম একটা বিষয়। আপনার ওয়েবসাইট প্রথেম আসবে কিনা সেটা অনেকটাই অফ পেজ এসইও এর উপর নির্ভর করে। মনে রাখবেন আপনি যত বেশি অফ পেজ এসইও করতে পারবেন গুগল ততো বেশি আপনার ওয়েবসাইটকে প্রাধান্য দিবে

One Page SEO কিভাবে শিখবো?

অন পেজ এসইও তে বিভিন্ন বিষয় আছে। এর মধ্যে যেই বিষয় গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে আমি সেগুলো আপনাকে বলে দিচ্ছি

Meta Keywords
Meta Description
Keyword Stuffing
Internal Linking
Anchor Text
Image Optimization
Permalink
Title Tag
Robots.txt
Content Optimization

Off Page SEO কিভাবে শিখবো?

অন পেজ এসইও তে বিভিন্ন বিষয় আছে। এর মধ্যে যেই বিষয় গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে আমি সেগুলো আপনাকে বলে দিচ্ছি তবে মনে রাখবেন এর মধ্যে সবচেয়ে Important হল Backlink.

Creating Backlinks
Social Bookmarking
Directory Submission
Forum Posting
Web 2.0 Creation
Link Wheel





4 comments:

  1. Wow! You shared valuable information. Keep it up.
    Mahin IT Limited has been successfully operating its IT activities throughout Bangladesh over the past 3 years. It offers career and skill development courses. Digital Marketing is one of them.

    ReplyDelete
  2. Thank you so much.

    I Will do best Facebook marketing service :
    https://www.fiverr.com/s2/1e8e48dea4

    ReplyDelete
  3. আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ!

    ReplyDelete
  4. আমি আমার ওয়েবসাইটিকে উন্নত করে গুগল প্রথম পেজে আনতে চাই,কিভাবে আনবো পিলিজ সাহায্য করবে?

    ReplyDelete

Powered by Blogger.