Header Ads

Header ADS

আইফোন টেন আর গ্যালাক্সি এসের লড়াই। জানুন কোনটি সেরা।



আইফোন টেন আর গ্যালাক্সি এসের লড়াই।

স্মার্ট ফোন প্রেমিদের কাছে বড় এক বিতর্কের বিষয় আইফোন টেন আর গালাক্সি এসের শ্রেষ্ঠত্ব নির্ধারণ নিয়ে। সেটি নতুন করে শুরু হয়েছে স্যামসাঙ এস নাইন বাজারে আনার ঘোষণা দেবার পর থেকে।

জুলাই ২০১৫ মাইক্রোসফট বাজারে ছাড়লো তাদের বহুল কাঙ্খিত নতুন অপারেটিং সিস্টেম। আগেরটি ছিল উইন্ডোজ ৮ তাই পরেরটি হওয়ার কথা ছিল ৯ কিন্তু এক লাফে মাইক্রোসফট চলে এলো টেন এ।

আইফোন কোম্পানি তাদের দশ বছর পূর্তি উপলক্ষে আইফোন ৮ থেকে আর আইফোন ৯ এ না যেয়ে নিয়ে এলো আইফোন টেন।



প্রযুক্তি বিশ্বের আট বা নয় সংখ্যার প্রতি এই অনীহাটা অনেকেরই জানা। তবে সেটিকে আমলে নেয়নি স্যামসাঙ।

তারা ৮ আর ধারা বাহিকতায় ঠিকই বাজারে আনতে যাচ্ছে গালাক্সি এস নাইন। এতে আইফোন টেন এর সাথে গ্যালাক্সি এস এর তুলনাটা থেমে থাকছে না।

কেননা স্মার্ট ফোন এর শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আইফোন আর গ্যালাক্সি এর লড়াইটা অনেক পুরনো। এরই মধ্যে প্রযুক্তি সাইট গুলোতে দুটি ফোনের ফিচার আর কনফিগারেশন নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।



তাতে কখনো এগিয়ে যাচ্ছে আইফোন টেন কখনো এস নাইন। তুলনায় সবার আগে আসছে ক্যামেরা আর ছবির মান। গ্যালাক্সি এস নাইন এ একটি হলেও নাইন প্লাস এ থাকছে ১২ মেগা পিক্সেল এর দুই ক্যামেরা।

একই সুবিধা আছে আইফোন টেন এও। দুই ফোন এই ভালো ছবির নিশ্চয়তা দিলেও পার্থক্য তৈরী হচ্ছে কম আলোর ক্ষেত্রে।

এস নাইন এর ক্যামেরা এক সঙ্গে ১২ টি ইমেজ তৈরী করে সেখানে আইফোন তিনটি ইমেজ থেকে একটি ছবি তৈরী করে।

এস নাইন প্লাস এর পর্দার আকার ৬.২ ইঞ্চি হলেও নাইন এ আছে আইফোন টেন এর মতোই পাঁচ দশমিক আট।



আইফোন টেন এর ডিজাইনের সবচেয়ে বড় আকর্ষন ছিল তার বিশেষ প্রযুক্তির প্রসারিত পর্দা যা নেই এস এ। আইফোনের পর্দার উপরে ও নিচের ব্যেজেলটি ও গালাক্সি এস এর চেয়ে অনেকটা সরু।

দুটি ফোনেই এ এম ও এল ই ডি পর্দার হলেও রেজুলেশন আর পিক্সেল এর মাত্রা আইফোনের চেয়ে কিছুটা বেশি গ্যালাক্সি এস নাইন এ।

ফোন আনলকে এস নাইন এ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর সাথে যুক্ত হয়েছে আইরিশ বা ব্যবহারকারীর চোখ স্ক্যান করার প্রযুক্তি।

সেখানে আইফোন অবশ্য নিজেকে আলদা করে রাখছে কৃত্তিম বুদ্ধিমাত্রা সম্পন্ন চেহারা শনাক্তকরণ প্রযুক্তি দিয়ে।

সবশেষে দামে কিন্তু এগিয়ে স্যামসাঙই। এস নাইন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৭২০ ডলার থেকে সেখানে আইফোন টেন বিক্রি হয় ৯৯৯ ডলারে।


1 comment:

  1. If you're trying to burn fat then you certainly have to start following this totally brand new tailor-made keto meal plan diet.

    To design this keto diet service, licensed nutritionists, personal trainers, and top chefs united to develop keto meal plans that are powerful, convenient, price-efficient, and fun.

    From their first launch in early 2019, 1000's of individuals have already completely transformed their figure and well-being with the benefits a smart keto meal plan diet can offer.

    Speaking of benefits: clicking this link, you'll discover eight scientifically-confirmed ones offered by the keto meal plan diet.

    ReplyDelete

Powered by Blogger.