Header Ads

Header ADS

বন্ধ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ উৎপাদন। জানুন



বন্ধ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ উৎপাদন।

ইউরোপীয় সংহতির প্রতিক এয়ার বাস এর সুপার জাম্বো উড়োজাহাজ A380  উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এমন এক সময়ে এই ঘোষণা আসলো যখন এয়ার বাস এর ব্যবসাই নয় বিপাকে ফেলে দিয়েছে পুরো ইউরোপকে।

বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ A380 সুপার জাম্বো। দুই ডেগ বিশিষ্ট উড়োজাহাজটি এক সাথে ৫৪৪ জন যাত্রী বহন করতে পারে।

২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এয়ার লাইন্স গুলোকে যেটি সরবরাহ করে আসছে ইউরোপিয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ার বাস।

যাত্রার মাত্র একযুগের মাথায় A380 মডেলটির উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বোয়িং এর ছোটো মডেলের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এবং চাহিদা কমে যাওয়ার কারণে A380 এর উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার বাস।



এই মডেলের এক এক টি উড়োজাহাজ কিনতে গুনতে হয় কমপক্ষে ৪৪ কোটি ডলার। যাদিয়ে বোয়িং এর আধুনিক 787 প্লেন কেনা যাবে কমপক্ষে দুটি।

একই সাথে পরিচালনা ব্যয় বেশি হওয়ায় সুপার জাম্বোর বড় ক্রেতা এমিরেটস তাদের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে। সরে আসছে অন্যান্য এয়ার লাইন্স গুলোও।

যাত্রার শুরু থেকে চার যেট ইঞ্জিন এর যানটি ইউরোপীয় সংহতির প্রতীক হয়ে উঠেছিলো। A380 এমন এক সময়ে এয়ার বাস বন্ধের ঘোষণা দিলো যখন ব্রেক জিট নিয়ে বেকায়দায় পড়েছে EU .

একই সাথে বেকায়দায় ফেলে দিয়েছে এয়ার বাসের উৎপাদন ও ভবিষ্যৎ বিনিয়োগ কর্মকাণ্ডকেও।

অনিশ্চিত এই পরিস্থিতি সামাল দিতে এয়ার বাস এরই মদ্ধে শত কোটি ইউরো ব্যয় এর মাধ্যমে প্রস্তুতি নিতে শুরু করেছে।



No comments

Powered by Blogger.