Header Ads

Header ADS

পাঁচ ক্যামেরার ফোন আনছে নকিয়া। জানুন



পাঁচ ক্যামেরার ফোন আনছে নকিয়া।

পেছনে পাঁচ পাঁচ টি ক্যামেরা সহ ফোন আনার ঘোষণা দিল নকিয়া। ক্যামেরার বিবেচনায় এটি কেই বলা হচ্ছে ২০১৯ সালের সেরা ক্যামেরা স্মার্ট ফোন।

স্পেন এ শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ ফোনটি উম্মচন করেছে প্রতিষ্ঠানটি। আর সাশ্রয়ী মূল্যের ফাইভ জি স্মার্ট ফোন এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি।

যার দাম শুরু হবে ৬৭৯ ডলার থেকে। সাদা কালো বা যেকোনো ধরনের ছবিই তুলুন না কেন এর প্রতিটিই বিষয়বস্তু কে আরও নিখুঁত ভাবে ধারণ করবে আর এ কাজটি করতে পেছন দিকে পাঁচ ক্যামেরা যুক্ত স্মার্ট ফোন বাজারে আনার ঘোষণা দিল বিশ্বখ্যত ব্রান্ড নকিয়া।

১২ মেগা পিক্সেল ধারণ ক্ষমতার ক্যামেরা গুলোর তিনটি শুধু সাদা কালো ছবি তুলবে। আর দুটি ব্যবহার হবে কালার ফুল ছবি তোলার জন্য।



স্পেন এ শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ নকিয়া নাইন পি আর ভিউ মডেল এর হ্যান্ড সেট টি সবার সামনে তুলে ধরে এর মালিকানা প্রতিষ্ঠান এইচ এম ডি।

বিগত বছর গুলোতে প্রিমিয়াম স্মার্ট ফোনের বিষয়ে ক্রেতারা অনেকটাই শিখেছে। এতে তাদের ফোনের ক্যামেরা নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

নকিয়া নাইন পি আর ভিউ মোবাইল ফোনটি তাদের জন্য যারা ছবির ডিটেইল নিয়ে কাজ করতে চান। এমনকি ছবি তোলার পর তাতে ভিন্ন মাত্রা যোগ করতে চান।

৫.৯ ইঞ্ছি ডিসপ্লে এর হ্যান্ড সেটটি তে রয়েছে ৬ জিবি র‍্যম। স্টোরেজ ১২৮ জিবি প্রজন্ত। থাকছে ওয়ারলেস চার্জার এর ব্যবস্থা।



মার্কিন বাজারে যার দাম পড়বে প্রায় ৬৯৯ ডলার। এটি ছাড়াও কিছু ফিচার ও মধ্যম শ্রেণীর ফোন এনেছে নকিয়া। যার দাম শুরু হয়েছে ৩৫ ডলার থেকে।



তাছাড়া একটি মাত্র স্মার্ট ফোন নিয়ে মোবাইল কংগ্রেস এ এসে সবার নজর কেড়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি। সাশ্রয়ী দামে ফাইভ জি ফোন এনে।

যেখানে স্যামসাঙ এর ফাইভ জি ফোনের দাম শুরু হয়েছে হাজার ডলারে সেখানে শাওমি এম আই মিক্স থ্রী ফাইভ জি ফোনের দাম শুরু হয়েছে ৬৭৯ ডলার থেকে।



ফোনটির মাধ্যমে শাওমি ফাইভ জি জগতে প্রবেশ করল। স্মার্ট ফোনে সিনেমা দেখার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দিতে ২১ঃ৯ রেসিয়োর পর্দার হ্যান্ড সেট নিয়ে এসেছে সনি।



No comments

Powered by Blogger.