Header Ads

Header ADS

দেশে বিলাশী গাড়ির চাহিদা বাড়ছে। জানুন



বাংলাদেশে বিএম ডাবলু বা অডি কিংবা মারছিটিজ বেঞ্জ এর মত বিলাস বহুল গাড়ির চাহিদা বাড়ছে। বাড়ছে বিক্রি ও বাজার সংশ্লিষ্টরা বলছে দেশে এমন গাড়ির চাহিদা প্রায় এক হাজার।

বিলাস বহুল গাড়ির বাজারে জনপ্রিয় ব্রান্ড অডি। রোববার উদ্ভদন করলো দুটি নতুন মডেলের গাড়ি। Q5, 45 আলট্রা টেকনোলজি ও উচ্চ ক্ষমতা ইঞ্জিন।



লিটারে ১০ কিলোমিটার প্রজন্ত চলবে। গাড়িটির দাম পড়বে এক কোটি চল্লিশ লাখ টাকা। জার্মানির জনপ্রিয় ব্রান্ড অডি বাংলাদেশে যাত্রা শুরু করে মাত্র এক বছর আগে।

এই সময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করে ৮৯ টি গাড়ি। যেখানে লক্ষ্য মাত্রা ছিল ৫৫ টি গাড়ি বিক্রির। এসব গাড়ির বেশির ভাগের দাম দেড় কোটি টাকার বেশি।

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন মডেলের গাড়ি আনছে বিলাস বহুল গাড়ি গুলো। বাংলাদেশে বি এম ডাবলু গাড়ির পরিবেশক প্রতিষ্ঠান বলছে ২০১৭ সালে তারা ১৩২ টি গাড়ি বিক্রি করেছে।



আর ২০১৮ সালে বিক্রি হয়েছে ১০০ টি। যেখানে গাড়ির দাম গুলো ছিল ৭৭ লাখ থেকে আড়াই লাখ প্রজন্ত।

No comments

Powered by Blogger.