Header Ads

Header ADS

কত দামে বিক্রি হল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি? জানুন



কত দামে বিক্রি হল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি?

প্রায় ১ কোটি ৯০ লাখ ডলার বা ১৬০ কোটি টাকায় বিক্রি হল বুগাত্তি সুপার কার। গাড়িটির মূল দাম সাড়ে ১২ মিলিয়ন ডলার।

আর এর সাথে যুক্ত হয়েছে ৬.৪ মিলিয়ন ডলারের কর। যদিও সুপার কারটি কে কিনেছে তা জানায়নি বুগাত্তি।

কুচ কুচে কালো রং তাই নামটাও ব্ল্যাক কার। ফরাসিতে যাকে বলা হচ্ছে লাভোতিয়ের নোয়ার। যা তৈরী করেছে সুপার কার তৈরী তে বিখ্যাত ব্রান্ড বুগাত্তি।

জেনেভা মটরশো তে যা দর্শকদের সামনে তুলে ধরেছে কোম্পানিটি। ১৬ সিলিন্ডার বিশিষ্ট ১৫০০ হর্স পাওয়ার বিশিষ্ট ইঞ্জিনের এই কারকে কালো গতির দানব ও বলা যায়।

যেটি শূন্য থেকে ৬২ মাইল প্রজন্ত গতি তুলবে মাত্র ২.৪ সেকেন্ড এ।



তবে এর সবচেয়ে কত গতি তা খোলাসা করেনি বুগাত্তি। বিশ্লেষকরা বলছে কার্বন ফাইবারের তৈরী গাড়িটি বুগাত্তির আগের মডেল সিরন এর মতোই ঘণ্টায় ২৭০ মাইল হবে।

এটিই এখন বিশ্বের সবচেয়ে দামি কার। কেননা জেনেভা মটরশো তে সবার সামনে উম্মচনের আগেই এটি বিক্রি হয়েছে কর সহ প্রায় ১৯ মিলিয়ন ডলারে।

যা বাংলাদেশি টাকায় ১৬০ কোটি। জেনেভা মটরশো তে এবার সব সুপার কার নির্মাতা বাজিমাত করেছে।

ল্যাম্বর গিনি নিয়ে এসেছে তাদের নতুন এভেন্টাডোর এস ভি যে রোড স্টার। গাড়িটি গতি উঠাতে পারবে ঘণ্টায় ২১৭ মাইল।



শূন্য থেকে ৬২ মাইল বেগে ছুটতে যার সময় লাগবে ২.৯ সেকেন্ড। তাছাড়া সুপার কার এনেছে রেসিং কার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাগ লরেন ও ।

যার গতি ঘণ্টায় ২৫০ মাইল। দাম যতোই হোক সামনের দিনে সুপার কারের বাজার ভাল দেখছে নির্মাতারা।



এবারের মটরশো তে বিদ্যুৎ চালিত গাড়িও জম জমাট। এস ইউ ভি সহ বিদ্যুৎ চালিত কার এনেছে বি এম ডাবলু এর মতো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। 

No comments

Powered by Blogger.