Header Ads

Header ADS

ফোর্বসের তালিকায় শীর্ষ ধনি কারা ? জানুন



ফোর্বসের তালিকায় শীর্ষ ধনি কারা?

বিশ্বে শত কোটি ডলারের মালিকদের নতুন তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যত ম্যগাজিন ফোর্বস। নতুন তালিকা অনুযায়ী বিশ্বে এখন শত কোটি ডলারের মালিক ২১৫৩ জন

যা আগের বছরের চেয়ে ৫৫ জন কম। কমেগেছে তাদের মোট সম্পদের পরিমাণ ও

১। জেফ বেজোস

২০১৮ অসাধারণ একটি বছর ছিল অনলাইন বেচা কেনার ওয়েবসাইট অ্যামাজন এর জন্য। প্রতিষ্ঠানটির রেকর্ড বিক্রিতে এক বছরে ১৯ বিলিয়ন ডলারের সম্পদ বাড়িয়ে নিয়েছেন ই-কমার্স ব্যবসার পথ প্রদর্শক জেফ বেজোস

ফোবস এর ধনির তালিকায় তাই টানা দ্বিতীয় বারের মতো প্রথম আসন ধরে রেখেছে জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার

বেড়েছে ১৯ বিলিয়ন ডলার এবং উৎস অ্যামাজন ডট কম




২। বিল গেটস

বিল গেটস সবচেয়ে বেশি ১২ বার শীর্ষ ধনি হয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিল গেটস এর এক বছরে সম্পদ বেড়েছে সাড়ে ছয় বিলিয়ন ডলার

সম্পদের পরিমাণ ৯৬.৫ বিলিয়ন ডলার। উৎস মাইক্রোসফট

৩। ওয়ারেন বাফেট

শেয়ার বাজারে বুদ্ধিদীপ্ত  বিনিয়োগ এর মাধ্যমে কতো সম্পদের মালিক হওয়া যায় তার এক অসাধারণ উদাহরণ ওয়ারেন বাফেট। নিজের সম্পদের ভাণ্ডার থেকে দেড় বিলিয়ন ডলার হারালেও তালিকার ৩য় স্থানটি ধরে রেখেছে ওয়ারেন বাফেট

সম্পদের পরিমাণ ৮২.৫ বিলিয়ন ডলার।

৪। বার্নার্ড আরনো

আগের বছরের মতোই শীর্ষ চারে পরিবর্তন আসেনি ফোবসের হিসেবে। বিলাসবহুল পণ্যের ব্যবসায়ি আরনোর বর্তমান সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার।

বেড়েছে ৪ বিলিয়ন ডলার। উৎস এলভি এম এইচ।

৫। কার্লোস স্লিম হেলু

মেক্সিকান ধন কোবের কার্লোস স্লিম হেলু টেলিকম থেকে শুরু করে ক্ষুদ্র নিল প্রজন্ত কোথায় নেই তার ব্যবসা।

গত এক বছরে ৩.১ বিলিয়ন ডলার কমলেও সাত নম্বর থেকে উঠে এসেছে ৫ এ। উৎস টেলিকম।

৬। আমানসিও ওর্তেগা

বড় অংকের সম্পদ হারিয়েছেন আমানসিও ওর্তেগা। যদিও তার অবস্থান আছে আগের মতোই ৬ নাম্বার এ।

তার সম্পদের পরিমাণ ৬২. ৭ বিলিয়ন ডলার কমেছে ৭.৩ বিলিয়ন ডলার। উৎস জারা।

৭। ল্যারি এলিসন

চারশ কোটি ডলারের সম্পদ বাড়িয়ে বাজিমাত করেছে প্রযুক্তি দুনিয়ার আইকন ল্যারি এলিসন। তিন ধাপ এগিয়ে সাত এ উঠেছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

সম্পদের পরিমাণ ৬২.৫ বিলিয়ন ডলার। সম্পদের পরিমাণ বেড়েছে ৪ বিলিয়ন ডলার। উৎস ওরাকল।

৮। মার্ক জাকারবার্গ

২০১৮ সালটি মোটেও ভাল যায়নি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর জন্য। ব্যবহারকারীদের তথ্য চুরির জন্য ব্যপক ক্ষতির মুখে পড়া ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

ও হারিয়েছেন ৮.৭ বিলিয়ন ডলার। নেমে গেছেন তালিকার আট নম্বর এ। তার সম্পদ ৬২.৩ বিলিয়ন ডলার।

৯। মাইকেল ব্লুমবার্গ

শীর্ষ ১০ এ উঠে বাজিমাত করেছে বিখ্যাত সংবাদ মাধ্যম Bloomberg এর মালিক মাইকেল ব্লুমবার্গ ও আলফাবেট এর মালিক ল্যারি পেজ।

মাইকেল ব্লুমবার্গ এর সম্পদের পরিমাণ ৫৫.৫ বিলিয়ন ডলার। ও ল্যারি পেজ এর সম্পদের পরিমাণ ৫০.৫ বিলিয়ন ডলার। বেড়েছে ১.৭ বিলিয়ন ডলার।

সব মিলিয়ে ফোবসের হালনাগাত প্রতিবেদনে উঠে এসেছে ২১৫৩ জনের নাম। যাদের মোট সম্পদের পরিমাণ ৮.৭ ট্রিলিয়ন ডলার। যদিও সেটি চারশ কোটি ডলার কম।

1 comment:

  1. How do I get to MGM Resorts Casino in Atlantic City, N.J.?
    The answer 목포 출장마사지 is 'No, not 부천 출장샵 in NJ. We do 상주 출장안마 not 대구광역 출장마사지 operate the MGM Resorts Casino in Atlantic City, New Jersey, at the hotel.' The 광주광역 출장안마 answer is 'Yes.'

    ReplyDelete

Powered by Blogger.